মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।
[৩] রোববার কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
[৪] বৈঠকে কমিটি সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফজিলাতুন নেসা, মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান এবং সাহাদারা মান্নান অংশগ্রহণ করেন।
[৫] জানা যায়, বৈঠকে বাল্যবিবাহ রোধে করণীয়, হরিজন শ্রেণীর মহিলা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রদান এবং শিশুদের লেখাপড়া নিশ্চিতকরণ (২য় পর্যায়) কর্মসূচি এবং প্রশিক্ষণের মাধ্যমে নাটোর অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
[৬] কমিটি স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার নিউ ইস্কাটনস্হ কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংস্থার হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের সুপারিশ করেছে ।
[৭] বৈঠকে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির অধীণ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের পুর্নাঙ্গ তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এবং বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি পরিচালকদের তাঁদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং কাজের সফলতার উপর ভিত্তি করে পরবর্তী দায়িত্ব প্রদানের সুপারিশ করা হয়।
[৮] বৈঠক শেষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।