দেবদুলাল মুন্না:[২] মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই অন্তত ১৭টি নির্বাহী আদেশের মধ্যে এটি হচ্ছে একটি আদেশে জো বাইডেন সই করার ফলে হয়েছে। গত বছর এক বিতর্কিত পদক্ষেপে কয়েকটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজনেস ইনসাইডার ও গার্ডিয়ান।
[৩] এই আদেশের ফলে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা নেই। ট্রাম্প প্রশাসন এই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল।
[৪] বাইডেনের মুসলিম রাষ্ট্রগুলোর মানুষের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশপাশি মহামারির বিপদগ্রস্ত মার্কিনিদের সহায়তায় আলাদা অফিস স্থাপন করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আরো সুসংগঠিত বিশ্ব ব্যবস্থার জন্য এটি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।