রাশিদুল ইসলাম : [২] সিএনএন জরিপে ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়াম ট্রাম্প রেটিংয়ে সর্বনিম্ন অবস্থানে আছেন। ৪৭ শতাংশের বেশি মার্কিন নাগরিক মেলানিয়াকে সবচেয়ে কম জনপ্রিয় ফার্স্ট লেডি হিসেবে দেখছেন।
[৩] ২০১৮ সালের মে মাসে ট্রাম্পের পক্ষে ৫৭ শতাংশ মানুষ ভোট দেওয়ার পর তা হ্রাস পেতে থাকে।
[৪] একই সঙ্গে মেলানিয়ার জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে ডাবল ডিজিটে। ২০১৮ সালে মেলানিয়ার পক্ষে ৪৩ শতাংশ ভোট দিলেও তা এখন ৩৬ শতাংশে এবং তা ট্রাম্পের (৩৩%) চেয়ে বেশি।
[৫] তবে রিপাবলিকানদের কাছে মেলানিয়া এখনো জনপ্রিয়। নিজেদের দল হিসেবে রিপাবলিকানদের ৮৪ শতাংশ মনে করেন ট্রাম্পের চেয়ে মেলানিয়াই জনপ্রিয়।
[৬] মিশেল ওবামা যখন বারাক ওবামার শাসনামল শেষে হোয়াইট হাউস ছেড়ে যান তখন ৬৯ শতাংশ তাকে জনপ্রিয় মনে করত। ৮ বছর আগে মিশেল হোয়াইট হাউসে প্রবেশের আগে একই রেটিংয়ে ছিলেন।
[৭] হিলারি ক্লিনটন যখন ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউস ছাড়েন তখন তার রেটিং ছিল ৫৬ শতাংশ এবং লরা বুশের ছিল ৬৭ শতাংশ।