শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ৪ মেয়রসহ ৫০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

যশোর প্রতিনিধি: [২] যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রোববার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দীন আল-মামুন হিমেল, বিএনপির আব্দুল হালিম চঞ্চল, স্বতন্ত্র কামাল আহমেদ ও ইসলামী আন্দোলনের মুফতি শিহাব উদ্দিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ড কাউন্সিলর পদে ১১ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন।

[৩] চৌগাছা পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের নিকট এই মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় চৌগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

[৪] কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন সংরক্ষিত ওয়ার্ড (১,২,৩) বর্তমান কাউন্সিলর সাবিনা খাতুন, তৌহিদা খাতুন ও ফাতেমা খাতুন। সংরক্ষিত ওয়ার্ড (৪,৫,৬) বর্তমান কাউন্সিলর জোসনা খাতুন, সাইবি খাতুন, জেসমিন আক্তার বিথী, মোছাঃ রুনা ও অল্পনা মিশ্র। সংরক্ষিত (৭,৮,৯) বর্তমান কাউন্সিলর জহুরা খাতুন, রাফেজা খানম ও মোছাঃ শামছুন নাহার।

[৫] সাধারণ ওয়ার্ড-১ বর্তমান কাউন্সিলর আনিছুর রহমান, আবু আহসান ও সুমন। সাধারণ ওয়ার্ড-২ বর্তমান কাউন্সিলর শহিদুল ইসলাম ও বকুল হোসেন। সাধারণ ওয়ার্ড-৩ বর্তমান কাউন্সিলর হাসানুর রহমান, সোহেল রানা উজ্জল, আব্দুল ওয়াদুদ, জামাত আলী মৃধা, শান্তি ও হারুন অর রশিদ। সাধারণ ওয়াড-৪ বর্তমান কাউন্সিলর সিদ্দিকুর রহমান ও প্রভাষক মোফাজ্জল হোসেন। সাধারণ ওয়ার্ড-৫ বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাগর ও সাজ্জাদুর রহমান।

[৬] সাধারণ ওয়ার্ড-৬ বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, আবুল খায়ের, আনিছুর রহমান, সাদ্দাম হোসেন ও কার্তিক চন্দ্র দে। সাধারণ ওয়ার্ড-৭ বর্তমান কাউন্সিলর আব্দুর রহমান, রাশিদুল ইসলাম, শাহিনুর রহমান ও রুহুল আমিন। সাধারণ ওয়ার্ড-৮ বর্তমান কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, আব্দুল মজিদ, সাইফুল ইসলাম ও উজ্জল। সাধারণ ওয়ার্ড-৯ বর্তমান কাউন্সিলর আনিছুর রহমান, আতিয়ার রহমান, নাজমুল ইসলাম নান্নু, জুয়েল রানা, গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন।

[৭] ১৯ জানুয়ারি মঙ্গলবার যশোর জেলা নির্বাচন অফিসে এসব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও যশোর সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়