শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফ থেকে দুই দিনে ১ হাজার ৩৩৭ রোহিঙ্গাকে উখিয়ায় স্থানান্তর

ফরহাদ আমিন :[২] কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে দুইদিনে ২৮৫টি পরিবারের ১ হাজার ৩৩৭জন রোহিঙ্গা নাগরিককে বালুখালী ও কুতুপালং শরণার্থী শিবিরে স্থানান্তর করা হয়েছে।এর আগে গত বুধবার ১৪৪ টি পরিবারের ৬৭০ জন রোহিঙ্গাকে উখিয়ার ২০ নম্বর শরণার্থীশিবিরে স্থানান্তর করা হয়।পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার বিকেলে শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে বালুখালী,কুতুপালং ১৯ নম্বর ও ৪ নম্বর শরনার্থী ক্যাম্পে তাদের স্থানান্তর করা হয়।এ শিবিরে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে।এ স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকবে।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

[৫] বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন,সরকার পর্যটন এলাকা ও টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির বন্ধের পদক্ষেপ নিয়েছে। এ জন্য এই শিবিরের রোহিঙ্গাদের অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। দুইদিনে১৮টি বাস ও ১৪টি ট্রাকে করে২৮৫টি পরিবারের ১ হাজার ৩৩৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।

[৬] এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা, শামলাপুর ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব)পুলক কান্তি চক্রবর্তী বলেন,সরকারের নির্দেশনায় শামলাপুরে এ শিবির খালি করে রোহিঙ্গাদের উখিয়ার বিভিন্ন শিবিরে নেওয়া হচ্ছে। গত দুই দিনে এ শিবির থেকে ২৮৫টি পরিবারের ১হাজার ৩৩৭ জনকে স্থানান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়