শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফ থেকে দুই দিনে ১ হাজার ৩৩৭ রোহিঙ্গাকে উখিয়ায় স্থানান্তর

ফরহাদ আমিন :[২] কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে দুইদিনে ২৮৫টি পরিবারের ১ হাজার ৩৩৭জন রোহিঙ্গা নাগরিককে বালুখালী ও কুতুপালং শরণার্থী শিবিরে স্থানান্তর করা হয়েছে।এর আগে গত বুধবার ১৪৪ টি পরিবারের ৬৭০ জন রোহিঙ্গাকে উখিয়ার ২০ নম্বর শরণার্থীশিবিরে স্থানান্তর করা হয়।পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার বিকেলে শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে বালুখালী,কুতুপালং ১৯ নম্বর ও ৪ নম্বর শরনার্থী ক্যাম্পে তাদের স্থানান্তর করা হয়।এ শিবিরে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে।এ স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকবে।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

[৫] বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন,সরকার পর্যটন এলাকা ও টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির বন্ধের পদক্ষেপ নিয়েছে। এ জন্য এই শিবিরের রোহিঙ্গাদের অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। দুইদিনে১৮টি বাস ও ১৪টি ট্রাকে করে২৮৫টি পরিবারের ১ হাজার ৩৩৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।

[৬] এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা, শামলাপুর ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব)পুলক কান্তি চক্রবর্তী বলেন,সরকারের নির্দেশনায় শামলাপুরে এ শিবির খালি করে রোহিঙ্গাদের উখিয়ার বিভিন্ন শিবিরে নেওয়া হচ্ছে। গত দুই দিনে এ শিবির থেকে ২৮৫টি পরিবারের ১হাজার ৩৩৭ জনকে স্থানান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়