শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৩৭ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপ্টার ক্যারিয়ার তৈরি করল ইরান (ভিডিও)

রাশিদ রিয়াজ : ইরানের নৌবাহিনীকে দেশটিতে তৈরি সবচেয়ে বড় জাহাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির নৌবাহিনীর কাছে জাহাজটি হস্তান্তর করা হয়। ‘মারকান’ নামে এ জাহাজটিতে হেলিকপ্টার বহন করা যায়। মূলত সাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোতে সরঞ্জাম ও উপকরণ সরবরাহের কাজে এ জাহাজটি ব্যবহার করা হবে। এক্তেদার নামে দুইদিনের নৌ মহড়ায় যোগ দেয় ইরানে তৈরি এ জাহাজটি। এসময় ইরানের আর্মড ফোর্সের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাঘেরি, আর্মি কমান্ডার মেজর জেনারেল আব্দোলরাহিম মুসাভি ও অন্যান্য সিনিয়র কমান্ডার উপস্থিত ছিলেন। ইরানের তৈরি এ জাহাজটিতে ১ লাখ টন তেল ও বিশুদ্ধ পানি বহন করা যায়। সাগরে বিভিন্ন স্থানে ইরানের অন্যান্য জাহাজে এ জাহাজটি তেল ও পানি সরবরাহের কাজেও ব্যবহার হবে। বন্দরে নোঙ্গর ছাড়াও এ জাহাজটি ১ হাজার দিন অনবরত চলতে সক্ষম। মেহর/প্রেসটিভি

ইরানের নেভি কমান্ডার রিয়ার এ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেন মাকরান ৭টি হেলিকপ্টার পরিবহন করতে পারে। ভারত মহাসাগর, বাব আল-মানদাব স্ট্রেইট ও লোহিত সাগরে ইরানি যুদ্ধ জাহাজগুলোতে উপকরণ সরবরাহে মাকরান জাহাজ ব্যবহার করা হবে।

এদিকে ইরানের নৌবাহিনীর কাছে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম নতুন জাহাজ ‘জেরেহ’ হস্তান্তর করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় সাগরে এ যুদ্ধ জাহাজ দেশটির নৌবাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি করবে। ‘জেরেহ’ উচ্চ গতিসম্পন্ন জাহাজ এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রে সজ্জিত। ইরানের পেয়কান শ্রেণীর রকেট নিক্ষেপযোগ্য জাহাজের শ্রেণীবিভাগে এ যুদ্ধজাহাজটি পড়ে। ইরানের নৌবাহিনীর প্রযুক্তিবিদরা এটি তৈরি করেছে। জাহাজটির সব ধরনের সক্ষমতা পরীক্ষা করার পর তা নৌ মিশনে যোগ দেয়া হয়েছে।

https://preview.presstv.com/ptv///SiteVideo/20210113/iran_navy.mp4

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়