শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু নভোথিয়েটার রাজশাহী স্থাপন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা তদারকি জোরদারের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সপ্তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] মঙ্গলবার কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, নিজাম উদ্দিন হাজারী, মো. মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ এবং সেলিমা আহমাদ বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহী স্থাপন শীর্ষক প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিতকরণে তদারকি জোরদার করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৫] এছাড়া, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা জাহাজ ক্রয়, জনবল নিয়োগ এবং আবাসন সুবিধা বাড়ানোর জন্য কমিটি সুপারিশ করে।

[৬] বৈঠকে কোভিড-১৯ এর বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার গৃহিত উদ্যোগসমূহ (জিনোম সিকোয়েন্স উদঘাটন, স্যানিটাইজার তৈরি ও বিতরণ), বিসিএসআইআর গবেষণাগার গোপালগঞ্জ স্থাপনের অগ্রগতি, জিনোমিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের বর্তমান অবস্থা; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহী স্থাপন শীর্ষক প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার এর হাল নাগাদ তথ্যাবলী অবহিতকরণ ও পর্যালোচনার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

[৭] বৈঠকে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) কর্তৃক ’বঙ্গসেফ’ ওরো- ন্যাজাল স্প্রে উদ্ভাবন করায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং স্প্রেটি সম্পর্কে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়