আসাদুজ্জামান বাবুর: [২] জেলার কোটালীপাড়ার লোহালংকর নামক স্থানে মোটরসাইকেল–ট্রাক মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছিমতেরে দাড়িয়া নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
[৩] নিহত কলেজ ছাত্রের বাড়ী কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে। সে ওই গ্রামের আলিউজ্জামান দাড়িয়ার ছেলে।
[৪] কোটালীপাড়া থানার ওসি মো, লুৎফার হোসেন সাংবাদিকদের জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে টমেটো ভর্তি মাঝবাড়ীগামী একটি ট্রাকের সংগে বিপরীতগামী মোটর সাইকেল চালক কলেজ ছাত্র ছিমতেরের মুখোমুখি সংঘষ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতর মরদেহ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে।