শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোয়ারেরও আগে যেওনা, ভাটারও পিছে যেওনা

ডেস্ক রিপোর্ট  : জীবন যে একটা ম্যাজিক বক্স এ কথাতে আমি শতভাগ বিশ্বাস করি।  অনেকের হতাশা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়লো।  ২০১৬ সালে আমি ব্র‍্যাকে এমপিএইচ করছিলাম। ফুলটাইম বেকার। ব্র‍্যাকে প্রতিদিন ৯-৫ টা ক্লাস থাকে বলে চাকরি করার সুযোগ নেই। প্রতিদিনই এসাইনমেন্ট থাকে। প্রেজেন্টেশন থাকে।

আমি ৫ টায় ক্লাস শেষ করে প্রায় সময়ই ছুটতাম উত্তরার এক ক্লিনিকে নাইট ডিউটি করতে। ৮ টা থেকে ডিউটি। ৫ টায় যেহেতু অফিস ছুটি ভালোই জ্যাম থাকতো।  নাইট ডিউটি করে আবার পরদিন ৯টা-৫ টা ক্লাস।

যেদিন ডিউটি নাই সেদিন Ali Imam ভাই কিংবা Arnob Masud ভাইয়ের বাসায় যাই। উনাদের ল্যাপটপে এসাইনমেন্ট করি।
আমার তখন নিজের ঢাকা থাকার খরচ ছাড়াও এক্সট্রা অনেক খরচ।  প্যারিসের বয়স ১৪ মাস। পাই মাত্র পৃথিবীতে আসছে। দিশেহারা অবস্থা।

দু'জন বারবার প্রস্রাব করে কাঁথা ভেজালে চেঞ্জ করা কষ্টকর। সেজন্য রাতের বেলায় দুজনের ব্যবহারের জন্য ডায়াপার কেনা। প্যারিসের মাতৃদুগ্ধ বন্ধ। তার জন্য প্রতি চারদিনে এক প্যাকেট দুধ লাগে। আমি নিজে কষ্ট করলেও মেয়েদের জন্য সবচেয়ে ভালো ব্র‍্যান্ডের ডায়াপারই কিনতাম। ডিসিসি মার্কেট থেকে সবচেয়ে ভালো দুধই কিনতাম।

মেয়েদের বাবা বেকার এটা তাদের বোঝার কথা না হলেও খেলনা-জামা কাপড় কোনকিছুরই কমতি করিনি। এক্সট্রা টাকা আয় করতে শুক্রবার ২৪ ঘন্টার ডিউটি নিই। একবার আমাদের ব্যাচের দেশি এবং আন্তর্জাতিক সবাই মিলে ঠিক করলো পিৎজা হাটে আনলিমিটেড পিৎজা খাবে। জনপ্রতি ৮০০ টাকা বা এমন।

আমার পকেটে ৮০০ টাকা ছিলোনা এমন না। ঐ অবস্থায় পিৎজা খেয়ে ৮০০ টাকা খরচ করার মতো বিলাসিতা করার সুযোগ আমার ছিলোনা। ব্যাচের সবার সাথে হৈ হুল্লোড় করা বা মজা করার ইচ্ছাকে দমিয়ে রাখতে হয়েছে। ইমাম ভাই আর অর্ণব ভাই যেহেতু আমার কথা জানতেন উনারা বললেন, আমি যেন যাই। উনারা আমারটা পে করবেন। আম্মা সবসময়ই বলেন,  "জোয়ারেরও আগে যেওনা, ভাটারও পিছে যেওনা" তাই বিনীতভাবেই আমার ভাইয়াদের আমন্ত্রণ রিজেক্ট করা শ্রেয় মনে হয়েছে।

আমার কাছে মনে হচ্ছিল ৮০০ টাকায়তো আমি প্যারিসের জন্য একটা দুধ কিনতে পারি। আমার ব্যাচের কক্সবাজার ট্যুরে পর্যন্ত আমি যাইনি ইচ্ছে থাকা সত্ত্বেও। মাত্র ৪ বছর আগে আমি একলা আনলিমিটেড পিৎজা খাওয়ার অফার গ্রহণ করতে পারিনি।
অথচ এখন চাইলে পরিবারশুদ্ধ আনলিমিটেড পিৎজা খেতে পারি।

এই শহরের মোটামুটি লেভেলের রেস্টুরেন্টের দিকেও তাকাতাম না। এখন চাইলে এই শহরের সবচেয়ে দামী রেস্টুরেন্টে খেতে পারি। খেতে অবশ্য এখন আর ইচ্ছে করেনা। মেয়েদের নিয়ে বাসাতেই খাই। তাকদীরে আমি বিশ্বাস করি। আল্লাহ যখন চান তার ভাগ্য ফেরাতে পারেন। আমাদের ধৈর্য ধরে শুধু অপেক্ষা করতে হয়।
"Life is a box of chocolates. You never know what you're gonna get."
-Dr.Shamsul Arefin

 

জীবন যে একটা ম্যাজিক বক্স এ কথাতে আমি শতভাগ বিশ্বাস করি।

অনেকের হতাশা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়লো।

২০১৬ সালে আমি...

Posted by সাদা এপ্রোন on Thursday, January 7, 2021

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়