শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ৯

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী ও পল্লবী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল, বিদেশি মদ এবং বিয়ারসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ ও ১০। এ ঘটনায় যাত্রাবাড়ী ও পল্লবী থানায় মাদক আইনে মামলা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চারায়। এ সময় ৯ হাজার ৭৮৬পিস ইয়াবা, ২৫০ বোতল ফেন্সিডিলসহ আবু বক্কর সিদ্দিক (৩০) ও সবুজ হাসান (১৮) নামের দুজনকে আটক করে। এছাড়া আটকদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কন্টেইনারবাহী লরী ট্রাক, ২টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৬০টাকা উদ্ধার করা হয়েছে

র‌্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ব্যাটালিয়নের একটি দল রাজধানীর পল্লবীর মিরপুর-১২ এলাকায় অভিযান চালায়। এ সময় ১৩১ বোতল বিদেশি মদ, ২৮৬ ক্যান বিদেশি মদ এবং ৯৫ ক্যান বিয়ার এবং ৭টি মোবাইলসহ ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন- আসাদুল শেখ (৩৩), মোরশেদ আলম (৩৮), হেলাল উদ্দিন (২৭), রায়হান (৩০), হাসিবুল হোসাইন (৩৬), হুমায়ুন কবির (৪৮) ও আল আমিন (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে মাদক বিক্রি করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়