শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার ট্রাম্পের এ্যাকাউন্ট ব্লক করেছে

রাশিদুল ইসলাম : [২] নির্বাচন নিয়ে বিভ্রান্তকর ও উস্কানিমূলক তথ্য দিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে গোলযোগ সৃষ্টি করতে না পারেন এজন্যে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ বলছে তারা ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে ট্রাম্পের এ্যাকাউন্ট। সিএনবিসি/সিএনএন

[৩] টুইটার জানায় ট্রাম্প টুইটারের নিয়ম কানুন ভঙ্গ করেছেন এটা প্রতীয়মান হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় তাকে সতর্ক করে বলা হয়, প্রথমবার এ ঘটনা ঘটায় তাকে সতর্ক করা হচ্ছে। এর অন্যথা হলে ডোনাল্ড ট্রাম্পের করা ‘@রিয়েলডোনাল্ড ট্রাম্প’ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

[৪] টুইটারের পর ফেসবুক ট্রাম্পের এ্যাকাউন্ট ২৪ ঘন্টার জন্যে বন্ধ করে। ওয়াশিংটনে রায়ট সম্পর্কে টাম্প্রের বক্তব্য টুইটার, ফেসবুক ও ইউটিউব মুছে ফেলে। ইনস্টাগ্রামও ট্রাম্পের এ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

[৫] ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে নিজস্ব অভিমত ও অনুভূতি এবং ব্যক্তিগত সিদ্ধান্ত বা মনোভাবগুলো টুইট করে অনুসরণকারীদের জানিয়ে থাকেন। তবে ইলেকটোরাল কলেজের নির্বাচনে পরাজিত হওয়ার পর পপুলার ভোট গণনার দাবি জানিয়ে আসছিলেন তিনি।

[৬] বুধবার কংগ্রেসের বৈঠকে ইলেকটোরাল ভোট গণনার সময় ট্রাম্পের আহ্বানে তার সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সামনে প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায়। এ ঘটনার আগে-পরে টুইটারে টুইট করে ও পরে ভিডিও বক্তব্য দিয়ে সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানান তিনি। তবে সেখানে সমর্থকদের উদ্দেশ্যে তার দেওয়া বক্তব্যে ক্ষতিকর শব্দ খুঁজে পেয়েছে টুইটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়