শিরোনাম
◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৪ কারণে জীবনসঙ্গী থাকতেও অন্যের প্রতি আকর্ষণ

সাজিয়া আক্তার: প্রেমে পড়া বারণ/ কারণে অকারণ। এই গানের কথার মতই সত্য। হ্যাঁ, জীবনসঙ্গী থাকলে অন্যজনের দিকে আকৃষ্ট হওয়াটা নিতান্তই অন্যায় হিসেবে দেখে থাকে আমাদের সমাজ। যে আকৃষ্ট হচ্ছে তার অন্যায় কিনা সে বিষয়ে মন্তব্য না করে বলাই যায়, জীবনসঙ্গীর প্রতি অন্যায় করা হচ্ছে। মূলত, এক্ষেত্রেই বলা হয় ঠকানো হচ্ছে জীবনসঙ্গীকে। কিন্তু, মন আকর্ষিত হলে মস্তিষ্ক আর কি বা করবে!

এমনটা হওয়ার পেছনে চারটি বড় কারণ জেনে নেই.....

১. বেশিভাগ ক্ষেত্রেই দেখা যায়, সুন্দরের প্রতি আকর্ষিত হয় মানুষ। সেখান থেকেই শারীরিক আকর্ষণ। তার মূল কারণ, আপনি বডি সেমিং করেন। মানুষকে ভালোবাসেন না। বাহ্যিক গড়নে ভালোবাসা। তাই সহজে মন সরে যায় জীবনসঙ্গীর থেকে।

২. সহজে আপনার কাছে কোনও জিনিস একঘেঁয়ে হয়ে যায়। নতুন প্রেমে যে মজা, রোম্যান্স থাকে সেটি আপনার পছন্দের। আপনার মন অন্য কারও প্রতি আকৃষ্ট হতে শুরু করে। কাজেই, জীবনসঙ্গীর সঙ্গে সেই শুরুর দিনগুলি যেমন কেটেছে তা বজায় রাখা উতিচ।

৩. যে কোনও সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়া খুব জরুরি। সঙ্গীকে সময় না দিলে, এমন পরিস্থিতিতে সঙ্গী অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারে। তাই সঙ্গীর জন্য সময় নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। জীবনসঙ্গীকে ছেড়ে অকারণে, অন্যজনের সঙ্গে মেসেজ বা ফোনে বা ক্যাফেটেরিয়ায় সময় কাটাবেন না। এতে আপনার দুর্বলতা বাড়বে।

৪. সন্দেহ সম্পর্কের ভিত নড়িয়ে দেয়। সন্দেহ দানা বাঁধলে লজ্জা কাটিয়ে সেটি প্রকাশ্যে নিয়ে এসে সমাধান করা উচিত। গোপনীয়তা থেকেই সন্দেহ জন্মায়। তখনই অশান্তি সম্পর্ককে তিক্ত করে। সহজে অন্যজনের প্রতি না পাওয়াটা পেতে চান আপনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়