রাজু চৌধুরী: [২] সোমবার ২৮ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৫৫ (পঞ্চান্ন) জন পুলিশ সদস্যকে নগদ ২ লক্ষ ৮৬ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ তিন উপ-পুলিশ কমিশনার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। যথাযথ দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য এই পুরস্কার।
[৩] উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। করোনা আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত পুলিশ সদস্যের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে সমবেদনা জানান। এই সময় পুলিশ কমিশনার সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি আমেনা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান।
[৪] প্রতিবারের ন্যায় এবারও সিএমপি’র সেবা তহবিল হতে ৩৩ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদেরকে নগদ ০৯ লক্ষ ৬৫ হাজার টাকা আর্থিক সহায়তায় প্রদান করেন। দীর্ঘ প্রায় ৩৯ বছর সফলভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য এসআই(নিরস্ত্র) সামশুন্নাহার বেগম, এসআই(সশস্ত্র)মো: নুরুল আলম, এসআই(সশস্ত্র)মো: মুসলিম উদ্দীন, কনস্টেবল অনাদী বড়ুয়া ও কনস্টেবল মাহবুব আলমকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
[৫] শ্রেষ্ঠ বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার(উত্তর)বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) নাদিয়া নূর, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার(চকবাজার জোন) রাইসুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছেন অফিসার ইনচার্জ-বাকলিয়া থানা, মোহাম্মদ নেজাম উদ্দিন, পিপিএম, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই মনিরুল ইসলাম, পতেঙ্গা থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই, ইয়াসির আরাফাত, বাকলিয়া থানা ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক(ওয়ারেন্ট তামিলকারী)হিসেবে পুরস্কৃত হয়েছেন এএসআই রাজীব দে, খুলশী থানা।
[৬] সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)(ডিআইজি)আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।