সুইটি আক্তার: [২] কেরালার রাজধানী থিরুভান্থাপুরামের অধিবাসী ও স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) কর্মী আরিয়া রাজেন্দ্রান ভারতীয় কমিউনিস্ট পার্টির শিশু উইং বাল্যসংঘের বর্তমান রাজ্য প্রেসিডেন্ট। এনডিটিভি
[৩] থিরুভান্থাপুরামের সিপিআইএম সাধারণ সম্পাদক, তাদের দলের পক্ষ থেকে আরিয়ার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবনা নিয়ে শনিবার রাজ্য সচিবের সঙ্গে এক বৈঠকে অংশ নেন।
[৪] আরিয়া, অল সেন্ট কলেজের বিএসসি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিটি কর্পোরেশনের মুদাভানমুঘাল ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর থেকে ৫৪৯ ভোট বেশি ২৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল