শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিকসহ দেশের সব বিমানবন্দরে উন্নত প্রযুক্তির আইএলএস সিস্টেম চালু হবে ২০২১ সালে: বিমান সচিব

লাইজুল ইসলাম: [২] মহিবুল হক গণমাধ্যমকে জানান, ২০২১ সালের মধ্যে দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম- আইএলএস প্রযুক্তি। এতে বৈরি আবহাওয়ায়ও উড়োজাহাজ ল্যান্ডিং সম্ভব হবে।

[৩] দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে যে আইএলএস প্রযুক্তি আছে, এর দৃষ্টিসীমা ৬০০ মিটার। অথচ শীতে ঘন কুয়াশায় এই দৃষ্টিসীমা নেমে যায় ৫০ থেকে শুন্য মিটারে। এতে বন্ধ হয়ে যায় উড়োজাহাজ উঠা-নামা।

[৪] শীত এলেই এয়ারলাইন্সগুলোর উদ্বেগ বাড়ে। ঘন কুয়াশায় বা ভারী বৃষ্টিতে রানওয়ে দেখা যায় না। এতে শিডিউল বিপর্যয়ই শুধু নয়, যাত্রী দুর্ভোগও বাড়ে।

[৫] এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের সবশেষ ভারসনের সঙ্গে অ্যাপরোচ লাইটিং সিস্টেম যুক্ত করতে হবে। এতে যেকোনো পরিস্থিতে উড়োজাহাজ ওঠা-নামা সম্ভব হবে।

[৬] সূত্র বলছে, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানি বিমানবন্দর। এই তিন জায়গা ছাড়া আর কোনো বিমানবন্দরে বৈরি আবহাওয়ায় উড়োজাহাজ ওঠানামার প্রযুক্তি ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম- আইএলএস নেই।

[৭] বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মহিবুল হক জানান, আন্তর্জাতিকসহ দেশের সব বিমানবন্দরেই উন্নত প্রযুক্তির আইএলএস সিস্টেম চালু হবে। এই কাজ শেষ হবে ২০২১ সালের মধ্যে। আর এই প্রযুক্ত সুবিধা দেশে আনতে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব স্থাপন হয়ে গেলে দেশের সব বিমানবন্দরই ২৪ ঘণ্টাই উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা অর্জন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়