শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্র রাজনীতির নামে দলীয় লেজুড়বৃত্তি ও শক্তি প্রদর্শনের মহড়া চলছে: ন্যাপ

সমীরণ রায়: [২] বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আরও বলেন, ছাত্র রাজনীতির নেতৃত্ব অছাত্রদের হাতে তুলে দেয়া, বেকারত্ব বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব প্রভৃতি বিষয়গুলো তরুণদের হতাশ ও রাজনীতি বিমুখ করেছে। রাষ্ট্রীয় ব্যবস্থায় এই সব অনাকাঙ্খিত সংস্কৃতি চালুর দায় রাষ্ট্র কখনই এড়াতে পারে না।

[৩] তিনি বলেন, তরুণদের মধ্য থেকে সৎ ও যোগ্যরা যদি রাজনীতির মূলধারায় যুক্ত হতে না পারেন, চলমান রুগ্ন অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহী করতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

[৪] এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জনগণ প্রদত্ত ক্ষমতাবলে রাজনীতিকেরাই মূলত একটি দেশের নীতিনির্ধারক ও দেশ পরিচালনার দায়িত্ব নিয়োজিত। একজন মেধাবী ও দক্ষ নাবিক যেমন সঠিক দিকনির্দেশনা দিয়ে জাহাজকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে নিয়ে যান, তেমনি কোনো দেশের রাজনীতিকেরা সৎ ও বিচক্ষণ হলে সে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়— এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এর বিপরীত কিছু ঘটলে সে দেশকে প্রতিনিয়তই যে ধুঁকে ধুঁকে চলতে হয়, যা বর্তমানে সমগ্র জাতি মর্মে মর্মে উপলব্ধি করছে।

[৫] শুক্রবার রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিশিষ্ট যুব সংগঠক ছালাহ্ আল বান্না বাংলাদেশ ন্যাপে যোগ দেয়ায় তাকে স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়