মহিউদ্দিন আহমদ এর ফেসবুক থেকে: আজ বড়দিন। স্কুলে নিচু ক্লাসে পড়ার সময় জানতাম, ২৫ ডিসেম্বর পাকিস্তানের বড়লাট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন। বড়লাটের স্মরণে বড়দিন। সেজন্য স্কুল ছুটি। পরে জানলাম এটি হচ্ছে হজরত ঈসার জন্মদিন। যদিও জন্মের তারিখটি নিয়ে বিতর্ক আছে।
কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বড়দিন শব্দটি ব্যাবহার করেন। সেই থেকে বাঙালির কাছে এটি বড়দিন। অবাংগালির কাছে, বিশেষ করে ইংরেজি ভাষাভাষীর কাছে দিনটি হলো ক্রিসমাস।
মুসলমানের কাছে তাঁর নাম ঈসা। সম্ভবত এটি আরবি নাম। তবে তিনি আরবি ভাষার কেউ নন। তাঁর মাতৃভাষা আরামিক। এ ভাষায় তাঁর নাম হলো ইশুয়া। সেখান থেকে রুপান্তরিত হয়েছে যশুয়া। ইংরেজি উচ্চারণে হয়েছে জিসাস। বাংলায় উচ্চারণ করা হয় যিশু।
ইশুয়া/যশুয়া/ জিসাস/যিশু/ ঈসা আমাদের নবি। তাঁর অগুনতি ভক্ত- অনুরাগী- অনুসারীরা দিনটিকে শ্রদ্ধা, ভালবাসা ও উৎসবের মধ্য দিয়ে স্মরণ করেন।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা। জগৎ থেকে হিংসা ও হানাহানি দূর হোক।