শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে নিরাশ্রয়ী মানুষের মৃত্যু বৃদ্ধি ৩০ শতাংশ

রাশিদুল ইসলাম : [২] ইংল্যান্ড ও ওয়েলসে আশ্রয়হীন মানুষের সংখ্যা গত বছর ছিল ১১২ জন। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স তথ্য দিয়ে বলছে ২০১৮ সালে ৭২৬ জন নিরাশ্রয়ী মানুষ মারা যায় এবং ওই বছর এধরনের মানুষের মৃত্যুর সংখ্যা ৭.২ শতাংশ বেড়ে যায়। এধরনের তথ্য সংগ্রহ শুরু হয় ২০১৩ সালে। মিরর

[৩] গত বছর এধরনের মৃতদের মধ্যে অবশ্য ৩৭.১ শতাংশ ছিল মাদকাসক্তের কারণে।

[৪] ২০১৮ মালে নিরাশ ্রয়ী মানুষের ৩০.২ শতাংশ আত্মহত্যা করেন। সংখ্যা তা ছিল ৮৬ জন। গত বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১২ জনে।

[৫] গত বছর এধরনের মৃত ব্যক্তিদের মধ্যে ৮৮.৩ শতাংশ ছিলেন পুরুষ যা সংখ্যায় ৬৮৭ জন।

[৬] শেলটার্স নামে একটি সংস্থার প্রধান নির্বাহী পলি নিয়েট বলেন তথ্য প্রমাণ দিচ্ছে নিরাশ্রয়ী মানুষরা কত বিপদজনক অবস্থায় রয়েছেন। করোনাভাইরাস মহামারীর আগেই এ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

[৭] তিনি বলেন করোনাভাইরাসে এ সংকট আরো বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।

[৮] মহামারীতে অনেকে কাজ হারিয়েছেন, কঠিন শীতে অনেক নিরাশ্রয়ীরা আরো দুর্ভোগে পড়েছেন।

[৯] গত বছর নিরাশ্রয়ী মানুষের মধ্যে যারা মারা যান তাদের মধ্যে পুরুষদের গড় বয়স ছিল ৪৫.৯ ও নারীদের বয়স ছিল ৪৩.৪ বছর।

[১০] ইংল্যান্ড ও ওয়েলসে পুরুষের গড় আয়ু ৭৬.১ ও নারীদের ক্ষেত্রে তা ৮০.৯ বছর।

[১১] গত বছর ব্রিটেনে প্রতি দশ লাখে নিরাশ্রয়ী মানুষের সংখ্যা ছিল ২৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়