মহসীন কবির: [২] বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে, দেশের বিভিন্ন জায়গায় সোমবার (৭ ডিসেম্বর) বিক্ষোভ হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেশের প্রতি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে, বাস্তবায়ন কমিটি। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি
[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও মানববন্ধনে, ভাস্কর্য ও স্মৃতিরক্ষা আইনের দাবি জানায়, প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতি। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
[৪] সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়ায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে, 'আমাদের ঠিকানা' ও আলেয়া মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। নাটোরের বনপাড়ায় বিক্ষোভ করেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।