শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে ফাইজার, সরকার চাইলে টিকা আনা যাবে

লাইজুল ইসলাম: [২]রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, সরকারকে ভ্যাকসিন কেনার জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ফাইজার। তবে তারা এখনই ওপেন ট্রেড মার্কেটে আসবে না।

[৩] তিনি বলেন, সুষ্ঠ বণ্টনের জন্য শুধু মাত্র সরকারের কাছেই ভ্যাকসিন বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। সরকার চাইলে ফাইজারের সঙ্গে লিয়াজোঁ করে দিতে পারি।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ আলম বলেন, ফাইজারের ওষুধ আমাদের সংরক্ষণের সক্ষমতা নেই। আমাদের সর্বোচ্চ সক্ষমতা আছে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস।

[৫] ফাইজার আমাদের সরকারের কাছে চিঠি দিয়েছে কি না তা আমার জানা নেই। তবে যদি তারা চিঠি দিয়ে থাকে তবে প্রধানমন্ত্রী অবশ্যই এটি নিয়ে আলোচনা করবেন ও আমদানির হয়তো নির্দেশও দিতে পারেন। সেক্ষেত্রে ভ্যাকসিন রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি করবো।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, কুল চেম্বার আমরা কিনবো। সেটা এক স্থান থেকে অন্য স্থানে ভ্যাকসিন আনা-নেয়ার জন্য।

[৭] ফাইজারের আরেক ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান জনতা ট্রেডার্সের কর্মকর্তা এ কে এম রাজীবুর রহমান বলেন, তারা যদি ওপেন ট্রেড মার্কেটে আসে তবে আমরা এই ভ্যাকসিন আনার চেষ্টা করবো।

[৮] রাজীবুর বলেন, ভ্যাকসিনের জন্য কুল চেম্বার কিনতে হবে। ৫০০ লিটারের কুল চেম্বারের দাম ৬-৭ হাজার ডলার ও ১ হাজার লিটারের কুল চেম্বারের দাম ১০-১২ হাজার ডলার। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু ,সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়