নূর মোহাম্মদ: [২] সমাজকল্যাণ মন্ত্রী, ঢাকার দুই মেয়র, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক ও বিআরটিএ’র চেয়ারম্যান বরাবর বৃহস্পতিবার এ নোটিশ পাঠানো হয়।
[৩] সোহেল রানাসহ ৩৫০ প্রতিবন্ধীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে নীতিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
[৪] রবিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না হয়ে সাবলম্বী হাওয়ার চেষ্টা করছেন। বিভিন্নভাবে টাকা ধার করে এমনকি কিস্তির মাধ্যমে "ইজি বাইক ও মিশুক" ক্রয় করে তার আয় দিয়ে সংসার চালাচ্ছেন অনেকে। তবে ঢাকা সিটিতে এসব যানবাহন চলতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করায় আইন শৃঙ্খলাবহিনী তাদের হয়রানী করছে।
[৫] রবিন আরও বলেন, পূনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহন না করে তাদেরকে হয়রানি কোনভাবেই কাম্য নয়।