মহসীন কবির : [২] বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৩] কোভিডের ২৭০ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮০৭ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ২০ হাজার ৯৮১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন। মোট মারা গেছেন ৬৭৪৮ জন।
[৪] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন । ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
[৫] মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।