শিরোনাম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুতি বিদ্রোহীদের হাত থেকে মুক্তি পাওয়া ৫ বাংলাদেশি দেশে ফিরছেন

কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়ে বলেছেন, দীর্ঘদিন থেকে ইয়েমেনে হুতিদের হাতে আটক ছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

[৪] দেশটিতে ৯ মাস ধরে আটক থাকার পর জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পেয়ে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়।

[৫] প্রতিমন্ত্রী বলেন, আটকদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং ওমানস্থ ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় বৃহস্পতিবার তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে।

[৬] ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি জাহাজ থেকে ২০ নাবিককে বন্দী করে হুতি বিদ্রোহীরা। এসব নাবিক তিনটি জাহাজে করে ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন।

[৭] আটক ভারতের ১৩ নাগরিকের মধ্যে মহারাষ্ট্রের ৭ জন, কেরালার ২ জন, তামিলনাড়ুর ২ জন, পুডুচেরি ও উত্তর প্রদেশের একজন করে ছিলেন। দুজন মিশরীয় নাগরিক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়