শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েবিচ্ছেদ হচ্ছে আরও দুই নায়িকার !

সাদেক আলী: বিচ্ছেদের খবরে ভারী শোবিজের বাতাস। এই মহামারির সময়েও ব্যক্তিগত জীবন উল্টে গেছে অনেক তারকার। চলতি বছর ঢাকাই শোবিজে বিচ্ছেদের পথে হেঁটেছেন শাবনূর-অনিক, অপূর্ব-নাজিয়া, পরীমনি-রনি, মুনমুন-মোশাররফ এবং ফারিয়া-অপু দম্পতি।

অন্যদিকে, একাধিক তারকা জুটি বছর জুড়েই আলোচনায় ছিলেন বিচ্ছেদের গুঞ্জনে। অনেকে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তুড়ি মেরে। সংসার করছেন স্বামীর সঙ্গে।

অভিনেত্রী শবনম ফারিয়ার বিচ্ছেদের খবরের আলোচনার রেশ থামতে না থামতেই শোনা গেল নতুন গুঞ্জন। বিচ্ছেদের পথে হাঁটতে পারেন শোবিজের সিনিয়র দুই নায়িকা। এমন গুঞ্জনই ঘুরছে মিডিয়া পাড়ার অলি-গলিতে। গুঞ্জনের সূত্র ধরে এক নায়িকার সঙ্গে আলাপ হলে গুঞ্জনের সত্যতার আভাস কিছুটা পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে নায়িকা বলেন, ‘সত্যি বলতে, আমি অনেকদিন ধরে মিটমাটের চেষ্টা করেছি। কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাই ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি।’ স্বামীর বিরদ্ধে মারধর এবং যৌতুক চাওয়ার অভিযোগ করেছেন এ নায়িকা।

অন্যদিকে, সিনেপাড়ার জনপ্রিয় আরেক নায়িকার নাম শোনা যাচ্ছে। যিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। তবে এ ব্যাপারে নায়িকা কিছু না বললেও আভাস পাওয়া গেছে তার ঘনিষ্ঠজনদের কাছে থেকে। স্বামীর সঙ্গে এ নায়িকার বনিবনা হচ্ছে না, তাই আলাদা থাকছেন দীর্ঘদিন। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন তিনিও। বিফল হওয়ায়, আইনের মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটছেন। তালাক নোটিশ পাঠালে সেটি তিনমাস পর কাযর্কর হয়। তাই এখনই মুখ খুুলতে নারাজ জনপ্রিয় এ নায়িকা।

বিচ্ছেদ কারো কাম্য নয়। সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন সবাই। কিন্তু সুখ সবার ভাগ্যে হয়তো ধরা দেয় না। তাই দুজনের এক পথ দুই দিকে মোড় নেয়। তবে যাদের গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের ভাগ্যে কী আছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়