শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েবিচ্ছেদ হচ্ছে আরও দুই নায়িকার !

সাদেক আলী: বিচ্ছেদের খবরে ভারী শোবিজের বাতাস। এই মহামারির সময়েও ব্যক্তিগত জীবন উল্টে গেছে অনেক তারকার। চলতি বছর ঢাকাই শোবিজে বিচ্ছেদের পথে হেঁটেছেন শাবনূর-অনিক, অপূর্ব-নাজিয়া, পরীমনি-রনি, মুনমুন-মোশাররফ এবং ফারিয়া-অপু দম্পতি।

অন্যদিকে, একাধিক তারকা জুটি বছর জুড়েই আলোচনায় ছিলেন বিচ্ছেদের গুঞ্জনে। অনেকে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তুড়ি মেরে। সংসার করছেন স্বামীর সঙ্গে।

অভিনেত্রী শবনম ফারিয়ার বিচ্ছেদের খবরের আলোচনার রেশ থামতে না থামতেই শোনা গেল নতুন গুঞ্জন। বিচ্ছেদের পথে হাঁটতে পারেন শোবিজের সিনিয়র দুই নায়িকা। এমন গুঞ্জনই ঘুরছে মিডিয়া পাড়ার অলি-গলিতে। গুঞ্জনের সূত্র ধরে এক নায়িকার সঙ্গে আলাপ হলে গুঞ্জনের সত্যতার আভাস কিছুটা পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে নায়িকা বলেন, ‘সত্যি বলতে, আমি অনেকদিন ধরে মিটমাটের চেষ্টা করেছি। কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাই ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি।’ স্বামীর বিরদ্ধে মারধর এবং যৌতুক চাওয়ার অভিযোগ করেছেন এ নায়িকা।

অন্যদিকে, সিনেপাড়ার জনপ্রিয় আরেক নায়িকার নাম শোনা যাচ্ছে। যিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। তবে এ ব্যাপারে নায়িকা কিছু না বললেও আভাস পাওয়া গেছে তার ঘনিষ্ঠজনদের কাছে থেকে। স্বামীর সঙ্গে এ নায়িকার বনিবনা হচ্ছে না, তাই আলাদা থাকছেন দীর্ঘদিন। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন তিনিও। বিফল হওয়ায়, আইনের মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটছেন। তালাক নোটিশ পাঠালে সেটি তিনমাস পর কাযর্কর হয়। তাই এখনই মুখ খুুলতে নারাজ জনপ্রিয় এ নায়িকা।

বিচ্ছেদ কারো কাম্য নয়। সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন সবাই। কিন্তু সুখ সবার ভাগ্যে হয়তো ধরা দেয় না। তাই দুজনের এক পথ দুই দিকে মোড় নেয়। তবে যাদের গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের ভাগ্যে কী আছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়