শরীফ শাওন: [২] চাকরিপ্রত্যাশীরা বলেন, তৃতীয় শ্রেণির চারটি পদের পরীক্ষায় অংশ নিয়ে ১৪ মার্চ ৬১০ জনে ভাইবা পরীক্ষা দিয়েছে। দীর্ঘ সময় পার হলেও কোন ফল প্রকাশ করা হয়নি। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগ চূড়ান্ত করার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
[৩] রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় অর্ধশত প্রার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
[৪] তারা বলেন, অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলার জটিলতার কথা জানান। করোনা পরিস্থিতি ও বয়স বিবেচনায় আমরা দিনদিন হতাশ হয়ে পড়ছি।