শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিন’, অনুরোধ জাইরার

ডেস্ক রিপোর্ট : বছরখানেক হয়ে গেল অভিনয় জগত ছেড়ে দিয়েছেন অভিনেত্রী জাইরা ওয়াসিম। অভিনয় জগৎ ছেড়ে তিনি ধর্মে মন দেবেন বলে জানিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তাই পুরনো সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন নিজের অ্যাকাউন্ট থেকে। আর এবার জাইরা তার ভক্তদের কাছে অনুরোধ করলেন, তারাও যেন সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলি মুছে দেন ‌।

২০১৯ সালে সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনয় জগৎ ছেড়ে তিনি এবার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চান। বিশেষত ধর্মীয় কাজে মন দিতে চান।

সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, “সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমায় এত ভালোবাসা ও ও আশীর্বাদ করার জন্য। আমার জীবনের সমস্ত ভালোবাসা ও শক্তির উৎস আপনারাই ছিলেন। আর তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।” এরপরই তিনি সেই অনুরোধ করেন।

জাইরা ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, “আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলি দয়া করে মুছে দিন।” দঙ্গলকন্যা এতটাই খ্যাত যে রাতারাতি তার সমস্ত ছবি যে ইন্টারনেট থেকে মুছে যাবে না তা তিনি নিজেও জানেন।

আর তাই জাইরা লিখেছেন, “ইন্টারনেট থেকে সমস্ত ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলি নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।”

জাইরা লিখেছেন , “আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে সত্যিই খুব সুবিধা হয়। আমার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।” ২০১৯-এ জাইরা জানিয়েছিলেন তিনি অভিনয় ছেড়ে এবার ধর্মীয় আচার-অনুষ্ঠান এমন দেবেন।

প্রসঙ্গত আমির খানের দঙ্গল ছবিতে অভিনয় করে প্রথম নজর কাড়েন জাইরা ওয়াসিম। এরপরে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে স্কাই ইজ স্পিং ছবিতে অভিনয় করেছেন তিনি।
সূত্র- কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়