শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাংলার মিউজিক ইন্ডাস্ট্রিতে রেকোর্ড গড়তে চলেছে ‘বলে দে প্রেম আমার’

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এসএমএস এন্টারটেইনমেন্টের ব্যানারে সম্প্রতি রিলিজ পেয়েছে ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী কেশাব দে এর গাওয়া গানের মিউজিক ভিডিও ‘বলে দে প্রেম আমার’। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বাংলার মিউজিক প্রেমীদের মন ছুঁয়ে গেছে।

গানটির সুর এবং সংগীত করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক কাজি রানা। অসাধারণ রোমাণ্টিক এ গানটি লিখেছেন তরুণ গীতিকার শামীম আহসান। তিনি নিজেই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নবাগত তুষার বাবু এবং নিলা।

কেশাব দের গাওয়া ‘বলে দে প্রেম আমার’ গানটির ভিডিও নির্মিত হয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার নীলাদ্রিতে। এছাড়া কেশাব নিজে ভারতের গোবেরডাঙ্গা পার্ক থেকেও দৃশ্য ধারণ করেছেন। সবুজ ঘেরা অসাধারণ সব লোকেশনে চমৎকার একটি মিউজক ভিডিও উপহার দিয়েছে এসএমএস এন্টারটেইনমেন্ট।

গানটি সম্পর্কে কেশাব দে বলেন, মনমুগ্ধকর কথা মালার গানটির অসাধারণ সুর এবং সংগীত করেছেন কাজি রানা। আশাকরি গানটি আমার সকল শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। আমি ভাগ্যবান শিল্পী, কারন বাংলাদেশের নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এসএমএস এন্টারটেইনমেন্ট এর চ্যানেলের প্রথম রিলিজ পাওয়া গান এটি। ধন্যবাদ এই প্রতিষ্ঠানটির কর্নধর মিডিয়া ব্যক্তিত্ব এস এম সাব্বির ভাইয়ার প্রতি।

গানটির সুরকার ও সংগীত পরিচালক কাজি রানা বলেন, কাজ তো অনেক করা হয় কিন্তু তৃপ্তি পাওয়ার মতো কাজ অল্প সংখক হয় যার মধ্যে ‘বলে দে প্রেম আমার’ একটি। গানটির কথা, সুর এবং কেশাব দের গায়কী সব মিলিয়ে ভিন্ন কিছু পাচ্ছে শ্রোতারা।

গানটির গীতিকার এবং ভিডিও নির্মাতা শামীম আহসান বলেন, আমাদের দুই বাংলার প্রচেষ্টায় ‘বলে দে প্রেম আমার’ গানটি শুনে এবং দেখে পাষাণ মনেও প্রেম জাগছে। যার প্রভাব লক্ষ করা যাচ্ছে গানের ভিউস, মন্তব্য ও শেয়ার এবং প্রচারণা দেখলে। সবাই গানটি ভালবেসে গ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়