শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘গরু মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

মাছুম বিল্লাহ: [২] ভারতে এবার গঠন করা হচ্ছে ‘গরু মন্ত্রিসভা’। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দেশটির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘোষণা দিয়েছেন।

[৩] বুধবার তিনি টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। হিন্দিতে টুইট করে চৌহান বলেন, পশুপালন, বন, পঞ্চায়েত, পল্লী উন্নয়ন, স্বরাষ্ট্র ও কৃষি কল্যাণ বিভাগ নয়া ‘গরু মন্ত্রিসভা’র অন্তর্ভুক্ত হচ্ছে। মূলত, গ্রামীণ ও প্রাণীসম্পদ ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে যে বিভাগ বা দফতরগুলি জড়িত, সেগুলিকেই এই গরু মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে।

[৪] শিবরাজ আরও বলেন, আগামী ২২ নভেম্বর গোপাষ্টমীর দিন দুপুর ১২টায় আগর মালওয়ার গরু স্যাংচুয়ারিতে এই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।

[৫] ভারতের মধ্যপ্রদেশে গরু মন্ত্রিসভা গঠনের প্রস্তাব অবশ্য নতুন নয়। ২০১৮ সালে মধ্যপ্রদেশ গরু সংরক্ষণ বোর্ডের চেয়ারপার্সন স্বামী অখিলেশ্বরানন্দ শিবরাজ সিংয়ের কাছে এই গরু মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। অবশেষে তা সফল হচ্ছে।

[৬] তবে শিবরাজ সিং চৌহানের এই সিদ্ধান্তে অবাক অনেকেই। এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন তাঁরা। কারণ গো-পালন তথা পশুপালনে উৎসাহ দিতে মধ্যপ্রদেশে এমনিতেই প্রাণী সম্পদ বিকাশ দফতর রয়েছে। শুধু মধ্যপ্রদেশ নয়, সব রাজ্যেই তা রয়েছে। তাই পৃথক ভাবে গরু-মন্ত্রিসভা গঠনের উদ্দেশ্য স্রেফ রাজনৈতিক বলে মনে করছেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়