শরীফ শাওন: [২] বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, কোভিড মহামারিতে মেডিকেল টেকনোলজিস্টরা বিশাল ভূমিকা রেখেছে । তাদের কারণে টেস্টের সংখ্যা বাড়াতে আমরা সক্ষম হয়েছি। ডাক্তার এবং টেকনোলজিস্ট একসঙ্গে কাজ করলে মানুষ সঠিক সেবা পাবে এবং দেশ এগিয়ে যাবে।
[৩] মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিএমএ ভবনে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সভাপতি গোলাম সারোয়ার মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারটির আয়োজন করেন।
[৪] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: এবিএম আব্দুল্লাহ বলেন, কমিউনিটি ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্টের পদ সৃষ্টি করলে সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ব্যবস্থা মূলত একটি টিম ওর্য়াক ভিত্তিক কাজ। রোগ নির্ণয়ের কাজটি মেডিকেল টেকনোলজিস্টরাই করে থাকেন। তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হলে আমি এসকল বিষয় উপস্থাপন করবো।
[৫] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির বলেন, প্রতি ক্লিনিকে ১ জন টেকনোলজিস্ট নিয়োগ দিলে সল্পমূল্যে রুটিন টেস্টসহ জনগণকে হয়রানিমুক্ত সেবাদান সম্ভব হবে।
[৬] বিএমএ মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে দেশকে ভালোবেসে টেকনোলজিস্টরা করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের জন্য ১০তম গ্রেডের চাকরি একান্ত প্রয়োজন।
[৭] সেমিনারটি সঞ্চালনা করেন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান।