শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য ব্যবস্থার উন্নতীতে ডাক্তারদের পাশে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অপরিহার্য: বিএমএ সভাপতি

শরীফ শাওন: [২] বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, কোভিড মহামারিতে মেডিকেল টেকনোলজিস্টরা বিশাল ভূমিকা রেখেছে । তাদের কারণে টেস্টের সংখ্যা বাড়াতে আমরা সক্ষম হয়েছি। ডাক্তার এবং টেকনোলজিস্ট একসঙ্গে কাজ করলে মানুষ সঠিক সেবা পাবে এবং দেশ এগিয়ে যাবে।

[৩] মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিএমএ ভবনে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সভাপতি গোলাম সারোয়ার মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারটির আয়োজন করেন।

[৪] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা: এবিএম আব্দুল্লাহ বলেন, কমিউনিটি ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্টের পদ সৃষ্টি করলে সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ব্যবস্থা মূলত একটি টিম ওর্য়াক ভিত্তিক কাজ। রোগ নির্ণয়ের কাজটি মেডিকেল টেকনোলজিস্টরাই করে থাকেন। তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হলে আমি এসকল বিষয় উপস্থাপন করবো।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির বলেন, প্রতি ক্লিনিকে ১ জন টেকনোলজিস্ট নিয়োগ দিলে সল্পমূল্যে রুটিন টেস্টসহ জনগণকে হয়রানিমুক্ত সেবাদান সম্ভব হবে।

[৬] বিএমএ মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে দেশকে ভালোবেসে টেকনোলজিস্টরা করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের জন্য ১০তম গ্রেডের চাকরি একান্ত প্রয়োজন।

[৭] সেমিনারটি সঞ্চালনা করেন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়