স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগের পিএসএলের ফাইনালে জিতবে কারা—লাহোর কালান্দার্স নাকি করাচি কিংস? প্রশ্নটার উত্তর জানতে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। তবে ইনজামামুউলুহকের বিশ্বাস, এবার পিএসএলের শিরোপা জিতবে তামিমদের লাহোর।
[৩] লাহোর কেন চ্যাম্পিয়ন হবে, সেটির যুক্তি তুলে ধরতে ইনজামাম ভাগ্যের সহায়তার ব্যাপারটি সামনে এনেছেন। ইউটিউব চ্যানেলে পাকিস্তানের এই কিংবদন্তি বলেছেন, আমি বলব, শিরোপা জয়ে লাহোর কালান্দার্সই ফেবারিট। এটা বলছি কারণ, ভাগ্য। গত চার পিএসএলে লাহোরকে ভাগ্য খুব একটা সহায়তা করেনি। এবার তো দেখছি তারা বেশ ভাগ্যের সহায়তা পাচ্ছে।’
[৪] শিরোপা জিততে ‘চ্যাম্পিয়নস লাক’ থাকতে হয় এ আপ্তবাক্য মানেন ইনজামাম। লাহোর কীভাবে ভাগ্যের সহায়তা পাচ্ছে, সেটি আরও বিশদভাবে বলেছেন ইনজামাম, ‘শেষ চারে পেশোয়ার জালমির বিপক্ষে হাফিজ অপরাজিত ৭৪ রান করে ম্যাচ শেষ করে এল।
[৫] এই অলরাউন্ডার কট বিহাইন্ড হয়েছিল, অথচ কেউ আবেদনই করেনি। লাহোর ওই সময়টা কোনোভাবে কাটিয়ে উঠতে পেরেছে এটির কারণে।
এই লক্ষণগুলো তো আছেই। আরেকটি হচ্ছে, হাফিজেরই একটি ক্যাচ হাতছাড়া হয়েছে। এসব দেখেই বোঝা যাচ্ছে ভাগ্য তাদের সঙ্গে আছে।’
তাঁর এই ভবিষ্যদ্বাণী মিলে গেলে তামিম ইকবালদের লাহোরের হাতে উঠতে পারে ট্রফি।
[৬] পাকিস্তানের সাবেক এ অধিনায়ক মনে করেন মঙ্গলবারের ফাইনালটা দুর্দান্তই হবে, ‘লাহোর যেভাবে খেলছে, সঠিক সময়ে তাদের খেলোয়াড়েরা যেভাবে জ্বলে উঠছে, এ কারণেই ওদেরকে এগিয়ে রাখছি। তবে করাচিও দুর্দান্ত খেলছে। খুবই ভালো বোলিং আক্রমণ আছে তাদের। দুই দলেরই বোলিং আক্রমণ ভালো। দুই দলের বোলিং আক্রমণের মধ্যেই আসল লড়াইটা হবে’। - ইউটিউব
[৭] বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে পিএসএলের ফাইনাল।