শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবার আইপিএলের ফাইনালে ওঠায় শ্রেয়াস আইয়ারের সেরা অনুভূতি

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাতেই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল। এটাকে সেরা অনুভূতি বলে অভিব্যক্তি করেছেন তিনি।

[৩] ফাইনালের আগে অলিখিত এক ফাইনালে হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমে ব্যাটসম্যানদের কল্যাণে ৩ উইকেটে ১৮৯ রান তোলে। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে কেন উইলিয়ামসন ও আব্দুল সামাদের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ১৭২ রানে থামে তারা। তাতে ১৭ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে দিল্লি।

[৪] ম্যাচ শেষে আইয়ার বলেন, এটি সবচেয়ে সেরা অনুভূতি। এই পথ চলায় উত্থান পতন ছিল। সবসময়ই আবেগ উঠা নামা করেছে। তাই আপনি একই ধরণের রুটিনে থাকতে পারেন না। আপনাকে এটি পরিবর্তন করতে হবে।

[৫] দিল্লিকে নিয়ে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক। দলের সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করেছে তাতে খুশি তিনি। এ প্রসঙ্গে আইয়ার বলেন, দিনের শেষে আমরা একটি পরিবার হিসাবে একসঙ্গে আটকে গিয়েছিলাম। প্রত্যেকে যেভাবে চেষ্টা করেছে তাতে খুব খুশি। তবে কোচ এবং সহ কর্মীদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। সত্যিই ভাগ্যবান যে এটি দারুণ একটি দল।

[৬] গ্রুপ পর্বে হায়দরাবাদের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরেছে দিল্লি। যেখানে দিল্লির ব্যাটিং অর্ডারকে একাই ধসিয়ে দিন রশিদ খান। প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৭ রানে ৩ উইকেট নেন এই লেগস্পিনার।- ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়