শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়লো ১৪ নভেম্বর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

তাপসী রাবেয়া ও মহসীন কবির : [২] বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এ তথ্য জানান। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো  হলো। ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। সময় ও ৭১ টিভি

[৩] তিনি বলেন, এবার সমাবেশ করে বই উৎসব হবে না। বিকল্প ব্যবস্থার কথা ভাবছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাও করা হচ্ছে । আমাগী দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখব পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে (শিক্ষা প্রতিষ্ঠান) খোলার চেষ্টা করব।

[৪] জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের বাকী থাকা পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা না দিয়ে চাকরিতে গেলে নানা সমস্যা হবে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তাদের সংখ্যাটা কম। যদি ১-২ মাস পর পরীক্ষা হয়, সে প্রস্তুতি যেন থাকে।  এ ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, পরীক্ষার্থীদের সংখ্যা যেহেতু কম, আমাদের এখন থেকেই স্বল্প পরিসরে প্রস্তুতি নিয়ে রাখা উচিত।

[৫] কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়