শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানের মাওলানা দোস্ত মোহাম্মদ সড়কের লাঠিছড়ি এলাকায় ছেলের মোটর সাইকেলের পিছনের সিট থেকে ছিটকে পড়ে মা নিহত হয়েছে।
[৩] মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
[৪] নিহতের নাম খুরশিদা বেগম (৪৭) তিনি হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়াডের ফজুপাড়ার আলী আকবরের স্ত্রী।
[৫] জানা গেছে, নিহত খুরশিদা ছেলে বেলালের মোটর সাইকেল যোগে পশ্চিম ডাবুয়ায় মেয়ের শাশুর বাড়ী যাওয়ার পথে লাঠিছড়ি এলাকায় পৌঁছলে মাথা ঘুরিয়ে মোটর সাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেকে মেডিকেল এরপর চমেকে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।নিহত খুরশিদার স্বামী, একছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পাদনা: হ্যাপি