সুজন কৈরী : রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক হোসেন (২৬) নামের একজন অনলাইন প্রতারক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৪। এ সময় আটককৃতের কাছ থেকে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, ২৭টি স্মার্টফোন বিক্রির শুন্য ভাউচার, ৩১টি মোবাইলের খালি বাক্স, ৩১টি ব্যক্তিগত টাকা জমার রশিদ, ৪টি মোবাইল এবং ২২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানিয়েছেন, তিনি ফেসবুকে ‘বুম মোবাইলস’ নামক একটি পেইজ খুলেন। এর মাধ্যমে বাজার মূল্যের চেয়েও অনেক কমমূল্যে বিভিন্ন ‘এনড্রয়েড বা আইওএস’ স্মার্টফোন বিক্রির জন্য আকর্ষনীয় বিজ্ঞাপন দিচ্ছিলেন। গ্রাহকদের কাছ থেকে বিকাশে পণ্যের অর্ডার নিশ্চিতের পর অভিযুক্ত মানিক স্বনামধন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠাতেন। কিন্ত প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্টফোন দেয়ার পরিবর্তে কখনও সাধারণ ফিচার ফোন আবার কখনও শুধুমাত্র চার্জার সরবরাহ করতেন। গ্রাহকরা নির্ধারিত চার্জ দিয়ে পণ্যটি বুঝে নেয়ার আগেই প্রতারক চক্রটি বিকাশে পাঠানো টাকা উঠিয়ে নিতো।
জিজ্ঞাসাবাদে র্যাবকে মানিক আরও জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত ৪০০ জনের অধিক গ্রাহকের সঙ্গে এমন প্রতারণা করেছেন।আটককৃতের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।