মনিরুল ইসলাম: [২] সংসদ টিভিতে ‘কবিতায় বঙ্গবন্ধু’ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নিতে সুপারিশ। সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৫ম সভায় এই সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার কমিটির সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
[৩] সভায় আসাদুজ্জামান নূর এমপি, অপরাজিতা হক এমপি, রুমানা আলী এমপি, শবনম জাহান এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি এবং নাহিদ ইজাহার খান এমপি অংশগ্রহণ করেন।
[৫] সংসদ বাংলাদেশ টেলিভিশনে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু’ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ নামে তিনটি অনুষ্ঠান প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে।
[৬] সংসদ বাংলাদেশ টেলিভিশনের জনবল কাঠামোর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন ও মেরামত, সংসদ বাংলাদেশ টেলিভিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা সাবকমিটির ৪র্থ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বাংলাদেশ টেলিভিশনের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
[৭] জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইং এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।