নূর মোহাম্মদ : [২] ভিয়েতনাম ও কাতার থেকে দেশে ফেরত এসেছেন এসব বাংলাদেশি। ভিয়েতনাম ফেরত রহমান নামে প্রবাসীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
[৩] গত ৮ অক্টোবর হাইকোর্ট শাহিনের তদন্ত কার্যক্রম নিয়ে ব্যাখ্যা দিতে তদন্ত কর্মকর্তাকে তলব করেন। পাশাপাশি ঢাকার সিএমএম এর কাছেও ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এখন আগামী ৫ নভেম্বর এ দু’টি মামলার শুনানি একসঙ্গে হবে বলে জানান শাহিনের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
[৪] এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।