শিরোনাম
◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৬০ মাইল অতিক্রম করে ভোট দিলেন ৯৪ বছর বয়সী মার্কিন নারী

আসিফুজ্জামান পৃথিল: [২] মিলডার্ড ম্যাডিসন জোর দিয়ে বলেছিলেন, তিনি আগাম ভোট দিতে চান, এবং নিজে উপস্থিত হয়ে সেটা দেবেন। এই ইচ্ছাপূরণ করতে তার ছেলে তাকে নিয়ে যাতায়াতে মোট ৬৬০ মাইল ভ্রমণ করেছেন। ডেট্রয়েটের বাসিন্দা ম্যাডিসন গত বছরের সেপ্টেম্বর থেকে ইলেনয়েসের জিয়নে ছেলের সঙ্গে থাকছেন। সিএনএন

[৩] অতিমহামারীর কারণে অসুস্থ মাকে নিজের কাছছাড়া করেননি ছেলে। কিন্তু তার মাও সশরীরে ভোট দেবার আনন্দ থেকে বঞ্চিত হতে নারাজ। তিনি বলেন, ‘আমি ভাবলাম, আমি আবারও ডেট্রয়েট ফিরে গিয়ে নিজের ভোটটা দেই। আমি খুবই খুশি। ভোট দেয়া শুধু নাগরিক অধিকার নয়, দায়িত্বও। একমাত্র মৃত্যুছাড়া কেউ এই দায়িত্ব থেকে আটতে রাখতে পারবে না আমায়।’ ওয়াশিংটন পোস্ট

[৪] সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮০ লাখ ভোট গ্রহণ হয়ে গেছে। শুধু মিশিগানেই ভোট দিয়েছেন ১৩ লাভ ভোটার। এটি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই একটি রোকর্ড। যুক্তরাষ্ট্রের মোট ভোটার ২২ কোটির কিছু বেশি। ক্যাটালিস্ট ডাটা

[৫] ম্যাডিসন জানান, পোস্টাল ভোটের সুযোগ থাকলেও তিনি নিজের ভোটের মতো দামি কিছুর ব্যাপারে ঝুঁকি নিতে নারাজ। তাই প্রচণ্ড শারিরিক ধকল উপেক্ষা করেই ৬০০ মাইল হাসিমুখে ভ্রমণ করেছেন। কারণ আরও একবার ভোটের সুযোগ পাবার ব্যাপারে নিশ্চিত নন তিনি। সিএনএন

[৬] এই মা সন্তান জুটি ভোট সাড়ে ৬টায় ডেট্রয়েটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দুপুরে সিটি হলে পৌঁছান। এরপরে ভোট দিয়ে আবারও জিওনের দিকে রওনা দেন। দুই দিকেই দূরত্ব ৩৩০ মাইল করে। একদিনেই তারা এই ৬৬০ মাইল পথ অতিক্রম করেছেন। এবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়