শিরোনাম
◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন ◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৬০ মাইল অতিক্রম করে ভোট দিলেন ৯৪ বছর বয়সী মার্কিন নারী

আসিফুজ্জামান পৃথিল: [২] মিলডার্ড ম্যাডিসন জোর দিয়ে বলেছিলেন, তিনি আগাম ভোট দিতে চান, এবং নিজে উপস্থিত হয়ে সেটা দেবেন। এই ইচ্ছাপূরণ করতে তার ছেলে তাকে নিয়ে যাতায়াতে মোট ৬৬০ মাইল ভ্রমণ করেছেন। ডেট্রয়েটের বাসিন্দা ম্যাডিসন গত বছরের সেপ্টেম্বর থেকে ইলেনয়েসের জিয়নে ছেলের সঙ্গে থাকছেন। সিএনএন

[৩] অতিমহামারীর কারণে অসুস্থ মাকে নিজের কাছছাড়া করেননি ছেলে। কিন্তু তার মাও সশরীরে ভোট দেবার আনন্দ থেকে বঞ্চিত হতে নারাজ। তিনি বলেন, ‘আমি ভাবলাম, আমি আবারও ডেট্রয়েট ফিরে গিয়ে নিজের ভোটটা দেই। আমি খুবই খুশি। ভোট দেয়া শুধু নাগরিক অধিকার নয়, দায়িত্বও। একমাত্র মৃত্যুছাড়া কেউ এই দায়িত্ব থেকে আটতে রাখতে পারবে না আমায়।’ ওয়াশিংটন পোস্ট

[৪] সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮০ লাখ ভোট গ্রহণ হয়ে গেছে। শুধু মিশিগানেই ভোট দিয়েছেন ১৩ লাভ ভোটার। এটি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই একটি রোকর্ড। যুক্তরাষ্ট্রের মোট ভোটার ২২ কোটির কিছু বেশি। ক্যাটালিস্ট ডাটা

[৫] ম্যাডিসন জানান, পোস্টাল ভোটের সুযোগ থাকলেও তিনি নিজের ভোটের মতো দামি কিছুর ব্যাপারে ঝুঁকি নিতে নারাজ। তাই প্রচণ্ড শারিরিক ধকল উপেক্ষা করেই ৬০০ মাইল হাসিমুখে ভ্রমণ করেছেন। কারণ আরও একবার ভোটের সুযোগ পাবার ব্যাপারে নিশ্চিত নন তিনি। সিএনএন

[৬] এই মা সন্তান জুটি ভোট সাড়ে ৬টায় ডেট্রয়েটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দুপুরে সিটি হলে পৌঁছান। এরপরে ভোট দিয়ে আবারও জিওনের দিকে রওনা দেন। দুই দিকেই দূরত্ব ৩৩০ মাইল করে। একদিনেই তারা এই ৬৬০ মাইল পথ অতিক্রম করেছেন। এবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়