লাইজুল ইসলাম: [২] সোমবার আদদীন হাসপাতালে গিয়ে দেখা যায় কয়েক হাজার রোগী এসেছেন ডাক্তার দেখাতে। তাদের সঙ্গে রয়েছে রোগীর স্বজনরা। বেশির ভাগ রোগীর মাস্ক বিহীন। হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে ডাক্তারের জন্য সিরিয়াল দেয়া পর্যন্ত কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। তিন ফিট তো দূরের কথা গায়ের ওপর উঠে যাচ্ছেন কেউ কেউ। এদের কারো ভেতরেই নেই সচেতনতা।
[৩] এমন অবস্থা রাজধানীর বেশির ভাগ হাসপাতালে। হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মোরশেদ বলেন, আমরা কোভিড থেকে নন কোভিড হাসপাতালে রুপান্তর হয়েছি। রোগীরা আসছেন। নিরাপদ দুরুত্ব বসানো হয়। এরপর সিরিয়াল অনুযায়ী রোগীদের চিকিৎসা দেয়া হয়।
[৪] আদদীন হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে মাস্ক পরার ঘোষণা দেয়ার পরেও অনেক রোগী ও স্বাজনরা মাস্ক পরছেন না। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আগতরা যদি আমাদের কথা না শুনে তাহলে আমাদের করণীয় কি আছে? তারপরও আমরা মাইকে বার বার ঘোষণা দিচ্ছি ও কর্মীরা যাদের মাস্ক ছাড়া দেখছেন তাদের মাস্ক পরার জন্য বলছেন। কিন্তু কে শোনে কার কথা।
[৫] বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত বিজ্ঞান নিশ্চিত করতে পারেনি মাস্ক করোনা প্রতিরোধ করতে সক্ষম। তবে আপাতদৃষ্টিতে মাস্ক পরা জরুরী। জনগণ বিনোদনহীন আনুষ্ঠানিকতা পছন্দ করে না বলেই মাস্ক পরতে চায় না। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু