শিরোনাম
◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে রোগী ও স্বজনরা মানছে না স্বাস্থ্যবিধি, পরছে না মাস্ক

লাইজুল ইসলাম: [২] সোমবার আদদীন হাসপাতালে গিয়ে দেখা যায় কয়েক হাজার রোগী এসেছেন ডাক্তার দেখাতে। তাদের সঙ্গে রয়েছে রোগীর স্বজনরা। বেশির ভাগ রোগীর মাস্ক বিহীন। হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে ডাক্তারের জন্য সিরিয়াল দেয়া পর্যন্ত কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। তিন ফিট তো দূরের কথা গায়ের ওপর উঠে যাচ্ছেন কেউ কেউ। এদের কারো ভেতরেই নেই সচেতনতা।

[৩] এমন অবস্থা রাজধানীর বেশির ভাগ হাসপাতালে। হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মোরশেদ বলেন, আমরা কোভিড থেকে নন কোভিড হাসপাতালে রুপান্তর হয়েছি। রোগীরা আসছেন। নিরাপদ দুরুত্ব বসানো হয়। এরপর সিরিয়াল অনুযায়ী রোগীদের চিকিৎসা দেয়া হয়।

[৪] আদদীন হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে মাস্ক পরার ঘোষণা দেয়ার পরেও অনেক রোগী ও স্বাজনরা মাস্ক পরছেন না। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আগতরা যদি আমাদের কথা না শুনে তাহলে আমাদের করণীয় কি আছে? তারপরও আমরা মাইকে বার বার ঘোষণা দিচ্ছি ও কর্মীরা যাদের মাস্ক ছাড়া দেখছেন তাদের মাস্ক পরার জন্য বলছেন। কিন্তু কে শোনে কার কথা।

[৫] বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত বিজ্ঞান নিশ্চিত করতে পারেনি মাস্ক করোনা প্রতিরোধ করতে সক্ষম। তবে আপাতদৃষ্টিতে মাস্ক পরা জরুরী। জনগণ বিনোদনহীন আনুষ্ঠানিকতা পছন্দ করে না বলেই মাস্ক পরতে চায় না। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়