শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলল রহস্যময় মাচুপিচু, যেতে পারবেন একজন মাত্র পর্যটক !

ডেস্ক রিপোর্ট: গোটা বিশ্বের পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রে রয়েছে ইনকা সভ্যতার নিদর্শন মাচুপিচু। কিন্তু করোনা মহামারীর কারণে পেরুর সেই রহস্যময় পর্যটনস্থল মাচুপিচুতে পর্যটকদের জন্যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু জাপানি পর্যটক জেসি তাকায়ামার জন্যে মাচুপিচুর দরজা খুলে দেওয়া হল। টানা সাত মাস ধৈর্য ধরার পর তাঁকে মাচুপিচু যাওয়ার অনুমতি দিল পেরু প্রশাসন।

কিন্তু শুধুমাত্র তাঁকেই কেন অনুমতি দেওয়া হল? জানা গিয়েছে, ঐতিহ্যবাহী মাচুপিচু ভ্রমণের জন্য গত মার্চ মাসে পেরুতে এসেছিলেন জাপানি পর্যটক জেসি তাকায়ামা। কিন্তু করোনাভাইরাসের কারণে তখন থেকেই বন্ধ করে দেওয়া হয় মাচুপিচু। অবশেষে শুধু ওই জাপানি পর্যটকের জন্যই সাত মাস পর মাচুপিচু খুলে দিল পেরু। পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেছেন, বিশেষ অনুরোধের কারণেই জেসি তাকায়ামাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

পেরুতে পর্যটকদের শীর্ষ আকর্ষণের নাম মাচুপিচু। তবে, আপাতত একজনের জন্যে হলেও আগামী মাসে নিয়ম করে বাকি পর্যটকদের জন্যও মাচুপিচু খুলে দেওয়া হবে বলে আশা করছেন অনেকে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি।

তাকায়ামার ঘটনা অবশ্য আলাদা। অল্প কয়েক দিন পেরুতে কাটানোর পরিকল্পনা করেছিল জেসি তাকায়ামার। কিন্তু করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ জারি করে পেরু সরকার। সেই নিষেধাজ্ঞার কারণেই মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাচুপিচুর কাছে আগুয়াস ক্যালিয়েন্টেস শহরে আটকে পড়েন তিনি।

পেরু সরকারের তরফে বলা হয়েছে, মাচুপিচুতে ঘোরার স্বপ্ন নিয়েই জেসি তাকায়ামা পেরুতে এসেছিলেন। এক ভিডিয়োতে দেখা যায়, তাকায়ামা তাঁর সফরে ঘুরছেন। পেরুকে আশ্চর্যজনক সুন্দর বলেও মন্তব্য করেন তাকায়ামা। পেরু সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদও জানান তিনি। পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেন, মাচুপিচুর প্রধানের সঙ্গে ওই পর্যটককে ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়েছে, যাতে তিনি ফিরে যাওয়ার আগে ভালো করে মাচুপিচু ঘুরে দেখতে পারেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়