শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলিকালে নিষিদ্ধ হিযবুত তাহরির ও আনসারুল্লাহর ৭ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে অনলাইন সম্মেলনের প্রচারপত্র বিলিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর ৬ এবং আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

[৩] এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন তথ্যে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর নর্দ্দা, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল (২৯), নুর মোহাম্মদ ওরফে অরুন ওরফে নুর (৩০), মো. ইব্রাহিম খলিউল্লাহ (২১), অর্ণব হাসান (২১), মো. সাইফুর রহমান ওরফে বাবর (৩০) ও নূর মোহাম্মদ শাকিল (২৬)। তাদের কাছ থেকে ৬ টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট, ৩টি বাটন মোবাইল ফোনসেট ও অনলাইন সম্মেলনের ২৬টি পোস্টার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণাসহ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল।

[৪] এটিইউর এই কর্মকর্তা আরও জানান, বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে মো. সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল ওরফে সোহেল (২৬) নামের আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল সেট, ১টি বাটন মোবাইল ফোনসেট, ৬টি বিভিন্ন অপারেটরের সীমকার্ড, ১টি পেনড্রাইভ ও পিডিএফ আকারের বিভিন্ন উগ্রবাদী ও উস্কানীমূলক কনটেন্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সোহেল ‘গাজওয়া তুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলো।

[৫] এসপি আসলাম খান আরও জানান, উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ফেসবুকে গোপনে গ্রুপ খোলা ও বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে গ্রেপ্তার হিযবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে ভাটারা এবং দারুসসালাম থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়