শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেদের যে বিষয়গুলো সবার আগে খেয়াল করে মেয়েরা

ডেস্ক রিপোর্ট: আকর্ষণ কখনো একপাক্ষিক হয় না। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টিগত। তাই বলা যায়, শুধু ছেলেরাই মেয়েদের দিকে তাকিয়ে থাকে না। মেয়েরাও তাকায় ছেলেদের দিকে। ছেলেটিকে পছন্দ করার আগে খোঁজ-খবরও নেয় মেয়েরা। শারীরিক গঠন ছাড়াও বেশকিছু বিষয়ে খেয়াল করে দেখে।

ছেলেদের দিকে তাকানোর সময় যে বিষয়গুলোর দিকে সবার আগে চোখ যায় মেয়েদের।

কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় মেয়েরা তাদের চোখের দিকে প্রথমে তাকায়। সেই মানুষটি ঠিক কোথায় তাকিয়ে আছে এবং কী দেখছে সেটা বোঝার চেষ্টা করে। পুরুষের দৃষ্টি কোনদিকে, তা দেখে তার মানসিকতা ও চরিত্রের বিষয়ে কিছুটা আন্দাজ করা যায়।

পরিচ্ছন্নতা

মেয়েদের কাছে পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ছেলেটি কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন বা তার জুতা কতটা পরিষ্কার এটাও বড় বিষয় ৷ এসব বিষয় বিশেষভাবে নজরে পড়ে মেয়েদের।

পোশাকের ধরন

যেকোনো মানুষের জন্যই পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ৷ কী ধরনের পোশাক পরে আছে, তা দেখে কিছুটা ধারণা তো করাই যায়। তাই কোনো ছেলেকে দেখলে তার পোশাকের দিকে মেয়েরা খেয়াল করে। তাই মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার জন্য পোশাকের দিকে নজর দেয়াও সমান জরুরি।

বডি ল্যাঙ্গুয়েজ

বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মনের আয়না। মেয়েরা তাই ছেলেদের এই বিষয়টিও খেয়াল করে। সেখান থেকে সহজেই অনেককিছু বুঝতে পারা সম্ভব।

ছেলেটির জুতার ধরন

পোশাকের পাশাপাশি জুতার দিকেও খেয়াল করে মেয়েরা৷ খুব সুন্দর জামাকাপড় পরে অপরিষ্কার জুতা পরলে একদমই দেখতে ভালো লাগবে না৷ ভালো ইম্প্রেশন তৈরির জন্য মানানসই জুতা পরাও জরুরি৷

খরচের হাত

ছেলেটি কেনাকাটা করলে বা রেস্টুরেন্টে খেলে সে কেমন খরচ করছে সেদিকেও খেয়াল করে মেয়েরা। কারণ তার খরচের ধরন দেখেই বোঝা যায় সে কিপ্টে না-কি খরুচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়