কূটনৈতিক প্রতিবেদক: [২] জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ দেশটির উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শেখ হাসিনার কৌশলের প্রসংশা করেন।
[৩] উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকাসহ বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন তারো আসো।
[৪] জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রাখার জন্য পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
[৫] বুধবার টোকিওর বাংলাদেশ দূতাবাস বলেছে, উভয় দেশের সহযোগিতা উত্তরোত্তর বাড়বে বলে আশা করেন শাহাবুদ্দিন আহমদ।
[৬] বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাপানের সহযোগিতা বাড়ানো, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনা মহামারি প্রতিরোধসহ দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
[৭] রাষ্ট্রদূত জাপান এবং মিয়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনকভাবে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে রাজি করাতে অনুরোধ জানান।
[৮] বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার জন্য ধন্যবাদ জানান এবং এ সমস্যা সমাধানে জাপানের সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন তারো আসো। সম্পাদনা: রায়হান রাজীব