এল আর বাদল: [২] রোববার (১১ অক্টোবর) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই আসরে অংশ নেবে মাহমুদউল্লাহ একাদশ, নাজমুল হোসেন শান্ত একাদশ ও তামিম ইকবাল একাদশ। উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করবে মাহমুদ উল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ।
[৩] আগামীক (১৩ অক্টোবর) মঙ্গলবার তামিম ইকবাল একাদশের মোকাবিলা করবে মাহমুদ উল্লাহ একাদশ। দিবা-রাত্রির এই খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। শোনা যাবে বাংলাদেশ বেতারে। একদিন পর পর খেলা অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর ফাইনাল।
[৪] এই পুরো টুর্নামেন্টের কোনো পৃষ্ঠপোষক না থাকলেও বিসিবি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি নির্ধারণ করেছে ৩০ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শনিবার এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির জন্য রয়েছে প্রাইজমানি।
[৫] বিসিবির প্রধান নির্বাহী বলেন, এটা যেহেতু আমাদের পরীক্ষামূলক সিরিজ, আসল প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের মতো হবে না। একেবারে প্রস্তুতি ম্যাচের মতো যেন না হয় তাই এটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমাদের কিছু উদ্যোগ থাকছে। আমরা খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চাই।
[৬] সাংবাদিকদের নিউজ কাভারেজের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডের প্রয়োজ নেই। নিজ নিজ প্রতিষ্ঠানের কার্ড সঙ্গে নিয়ে প্রেসবক্সে ঢুকতে পারবেন।