শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার মুখোমুখি ব্যাঙ্গালোর দিল্লি, দেখেনিন পরিসংখ্যান ও একাদশ

রাহুল রাজ : [২] সোমবার (০৫ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য সেরা একাদশ দেখে নেওয়া যাক।

[৬] আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ বার জিতেছে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস । অর্থাৎ পাল্লা ভারী বেঙ্গালুরুর। তবে আজকের ম্যাচে হিসেব পাল্টে যেতে পারে।

[৭] তবে সব শেষ দুই ম্যাচের ফলাফল স্বস্তি দিচ্ছে দিল্লি শিবিরকে। কেননা ২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল শ্রেয়স আইয়ার শিবির। দ্বিতীয় ম্যাচেও বিরাট কোহলির দলকে ১৬ রানে টেক্কা দিয়েছিল দিল্লি।

ব্যাঙ্গালোরের সম্ভাব্য সেরা একাদশ:
দেবদূত পাড়িক্কেল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, ইসুরু উদানা/ক্রিস মরিস।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ:
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, হর্শল প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, অমিত মিশ্র/অক্ষর প্যাটেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়