রাহুল রাজ : [২] সোমবার (০৫ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য সেরা একাদশ দেখে নেওয়া যাক।
[৬] আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ বার জিতেছে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস । অর্থাৎ পাল্লা ভারী বেঙ্গালুরুর। তবে আজকের ম্যাচে হিসেব পাল্টে যেতে পারে।
[৭] তবে সব শেষ দুই ম্যাচের ফলাফল স্বস্তি দিচ্ছে দিল্লি শিবিরকে। কেননা ২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল শ্রেয়স আইয়ার শিবির। দ্বিতীয় ম্যাচেও বিরাট কোহলির দলকে ১৬ রানে টেক্কা দিয়েছিল দিল্লি।
ব্যাঙ্গালোরের সম্ভাব্য সেরা একাদশ:
দেবদূত পাড়িক্কেল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, ইসুরু উদানা/ক্রিস মরিস।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ:
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, হর্শল প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, অমিত মিশ্র/অক্ষর প্যাটেল।