শিরোনাম
◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না ◈ বিশ্বকাপের আগে জাপানের কাছে হারলো ব্রাজিল  ◈ সিঙ্গাপুরের কাছে হে‌রে গে‌লো ভারত, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হল সুনীলদের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত আগস্ট পর্যন্ত ১২ বছরে উনিশ হাজার জনেরও বেশি ধর্ষণের শিকার হয়েছেন

দেবদুলাল মুন্না ও সুজন কৈরী : [২] বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র ( আসক) ও বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যানুযায়ী দৈনিক প্রথম আলো, ডয়েচে ভেলে ও বিবিসির বিভিন্ন সময়ে করা রিপোর্টের ভিত্তিতে জানা যায়। এদিকে বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ৫ হাজার ৪০০ নারী এবং ৮১৫টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়। তবে ধর্ষণের সংখ্যা নিয়ে পুলিশ, ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ বিভিন্ন প্রতিষ্ঠান পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান করে অন্যদিকে পুলিশ মামলার ভিত্তিতে করে।

[৩] ২০০৮ সাল থেকে ১৫ সাল পর্যন্ত আট বছরে ধর্ষণের শিকার ৪ হাজার ৩০৪ জন ধর্ষিত হয়েছেন। প্রথম আলো পত্রিকা ২০১৬ সালের ২৯ মার্চ মহিলা পরিষদের বরাতে জানায় বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে ৩০৭, ২০০৯ সালে ৩৯৩, ২০১০ সালে ৫৯৩ জন ২০১১ সালে ৬৩৫ জন,২০১২ সালে ধর্ষণের শিকার ৫০৮ জন, ২০১৩ সালে ৫১৬ জন, ২০১৪ সালে ৫৪৪ জন ২০১৫ সালে ৫৬৭ জন ধর্ষিত হন।

[৪] বাংলাদেশ পুলিশের বরাতে বিবিসি জানায়,২০১৬ সাল এবং ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ৪ হাজার ৮শর বেশি ধর্ষণের মামলা হয়েছে। এছাড়া গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখারুল ইসলাম জানান,গতবছর ৫৭৮ ও চলতি বছরের আগস্ট পর্যন্ত ধর্ষণের ঘটনা শিকার হয়েছেন ৩১৪ জন।

[৫] আসকের বরাতে ডয়েচে ভেলে জানায়, ২০১৮ সালে ৭৩২জন ও ২০১৯ সালে এক হাজার ৪১৩জন নারী ধর্ষণের শিকার হন।

[৬] আসকের তথ্যানুযায়ী চলতি বছরের আগস্ট অব্দি ৯৩০ জন ধর্ষিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়