সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের সলঙ্গায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করে থানায় মামলা দায়ের করেছে (৪৫) বছরের গৃহবধু। অভিযুক্ত আসামী আব্দুল হান্নান সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুরের চাচাতো ভাই ও গুচ্ছ গ্রাম এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে।
[৩] মামলার বাদী গৃহবধু বলেন, গত রবিবার রাত ৯টার দিকে বাড়িতে একা পেয়ে পিছন দিক থেকে হান্নান আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমার আর্তচিৎকারে আমার ছেলে সহ আশপাশের লোকজন এগিয়ে এসে হান্নানকে হাতেনাতে আটক করে।
[৪] তিনি আরো বলেন, আটকের ঘটনা জানাজানি হলে, হান্নানের লোকজন এক পর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকী দিয়ে হান্নানকে জোরপুর্বক ছিনিয়ে নিয়ে যেতে চাইলে উপস্থিতিরা বাঁধা দেয়। পরে সলঙ্গা থানার এসআই আজাদ ঘটনাস্থল থেকে কৌশলে অভিযুক্ত হান্নানকে উদ্ধার করে ছেড়ে দেন বলে অভিযোগ করে গৃহবধুর পরিবার। গতকাল সোমবার দুপুরে সলঙ্গা থানায় গৃহবধু হাজির হয়ে একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।
[৫] এ বিষয়ে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর বলেন, আমার শরীর খারাপ, আমি কথা বলতে পারবো না বলে তিনি ফোন কেটে দেন।
[৬] সলঙ্গা থানার ওসি জাহাঙ্গীর জান্নাত তাজুল হুদা বলেন, মামলা নিয়েছি, গৃহবধু ন্যায় বিচার পাবে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা : জেরিন আহমেদ