শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে ফের টানাপোড়েন, নতুন উত্তেজনা ◈ ক্রিস্টাল প‌্যা‌লেস‌কে হা‌রি‌য়ে কারাবো কাপের সেমিফাইনা‌লে আর্সেনাল ◈ কুমিল্লায় শিক্ষকের উপস্থিতিতে প্রকাশ্যে বই খুলে অনার্স পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা ◈ রাজশাহীতে ওয়াসার পাইপলাইন বসাতে কাঁটা হচ্ছে শতাধিক কৃষ্ণচূড়া গাছের ডাল ◈ ২৯ ঘণ্টায় নির্বাচনী তহবিলের লক্ষ্যমাত্রা পূরণ: অনুদান নেওয়া বন্ধ করলেন ডা. তাসনিম জারা ◈ ১৮ বছর পর আজ সন্ধ্যায় লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমান ◈ কে এবং কেন গানম্যান পায়, যেভাবে আবেদন করবেন ◈ হাসিনাকে ফেরতের বিষয়ে নতুন তথ্য দিলেন পশ্চিমবঙ্গের নেতা ◈ নির্বাচনের ডামাডোলে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ◈ চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা। তিনি আছেন বলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ বাস্তবায়নের স্বপ্ন দেখছি।

[৩] প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতে পারলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

[৪] শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চ্যুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। বাংলাদেশে বাক-স্বাধীনতা ও চলাফেরার অধিকার নিশ্চিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

[৫] কেউ এখন আইনের ঊর্ধ্বে নয়। যে দলেরই হোক না কেন অন্যায় করলে শাস্তি হবে এবং হচ্ছে। কোনও হরতাল, ধর্মঘট, অবরোধ নেই বলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছেন। গত কয়েক দশকে আমাদের দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে।

[৬] বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে। মহামারির কারণে অনেক দেশের নেগেটিভ জিডিপি হলেও এডিবির মতে এ বছর আমাদের জিডিপি ৫ দশমিক ২ শতাংশ, যা প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে।

[৭] প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। ৬ শতাংশ মহিলা চাকরিজীবীকে প্রায় ৪০ শতাংশে রূপান্তরিত করেছেন। আমাদের দেশে শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার প্রতিবেশী দেশের থেকে অনেক কম। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়