মনিরুল ইসলাম: [২]জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
[৩] স্পীকার মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
[৪] জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এক শোকবার্তায় বলেন, মাহাবুবে আলমের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ আইনজ্ঞকে হারালো।তার মৃত্যু জাতির জন্য এক অপুরণীয় ক্ষতি।তিনি তার জীবদ্দশায় দেশও জাতির কল্যানে নিরলস সেবা দিয়ে গছেন।
[৫] ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরত কামনা করেন এবং তার শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
[৬] উল্লেখ্য, রবিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
[৫] এছাড়া, অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।