শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিমবিদ্বেষের পৃষ্ঠপোষক ভারত : জাতিসংঘে ইমরান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভার্চুয়াল বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মুসলিম বিদ্বেষ চলছে। সেখানে রাষ্ট্রীয় মদদে মসজিদ ধ্বংস করা হয়, মুসলিমদের হত্যা করা হয় বলেও বলেছেন ইমরান খান। জাতিসংঘের সংবাদবিষয়ক ওয়েটসাইট ইউএন নিউজে এসব কথা বলা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে এ বছর কোনো বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে জাতিসংঘের সদরদপ্তরে যেতে হচ্ছে না। তারা নিজ দেশ থেকে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে ইমরান খান ভারতকে আঞ্চলিক শান্তি বিনষ্টের জন্যও দায়ী করেন। জম্মু-কাশ্মীর নিয়ে যে অস্থিতিশীলতা রয়েছে তা সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ইমরান খান বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে জম্মু-কাশ্মীরের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না।’ এ জন্য ভারত সরকারের গত ৫ আগস্টের সিদ্ধান্ত বাতিল করে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

এ ছাড়া জাতিসংঘের ভাষণে ইমরান খান করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা শুধু করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণই করিনি বরং অর্থনীতিও স্থিতিশীল রেখেছি। একই সঙ্গে দেশের অত্যন্ত দরিদ্র জনগোষ্ঠীকেও চলমান মহামারীর ছোবল থেকে রক্ষা করেছেন বলে দাবি করেন তিনি।

এদিকে জাতিসংঘের পাকিস্তানের প্রতিনিধি জুলকারনাইন শিনা তার ভাষণে বলেছেন, জম্মু-কাশ্মীর কোনো দিনই ভারতের হবে না। এর আগে গত শনিবার ভারতের প্রতিনিধি ইমরান খানের ভাষণকে ‘মিথ্যায় পরিপূর্ণ’ বলে আখ্যা দিলে জুলকারনাইন জবাবে এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়