রাহুল রাজ : [২] আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রহিম শর্মার আইপিএলের ৩৪ তম অর্ধশত রানের দিনে কোলকাতার সামনে জয়ে লক্ষ্য তৈরি হয়েছে ১৯৫ রান।
[৩] মুম্বাইয়ের পক্ষে রোহিত শর্মা ৮০ এবং সূর্য কুমার জাদবের ব্যাট থেকে আসে ৪৭ রান।
[৪] এখনও পর্যন্ত ২৫ বার দেখা হয়েছে এই দুই দলের। ১৯ বার জিতেছে মুম্বাই। মাত্র ৬ বার জিতেছে শাহরুখ খানের দল।
[৫] কোলকাতার শিভাম নিয়েছেন দুই উইকেট।